• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

মাদক উদ্ধারের সময় ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে লাঞ্ছিত

আজকের খুলনা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩  

খুলনার পাইকগাছায় মাদকদ্রব্য উদ্ধারে গেলে বিক্রেতারা দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এতে ওই দুই পুলিশ সদস্য জখম হয়েছেন। এ সময় পুলিশ একশ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেতবুনিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বেতবুনিয়া খেয়াঘাটে মাদক বিকিকিনি হচ্ছে- এ খবর জানতে পেরে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেতবুনিয়া গ্রামের আব্দুল মজিদ গোলদারের দুই ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু সুফিয়ান (৪২), শিমুল (৩৯) ও খাটুয়ামারীর মকলেছ সরদারের ছেলে জাহিদকে (৪০) আটক করে। তাদের কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আটক তিনজন ও তাদের সহযোগীরা এএসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল ফেরদাউসকে অবরুদ্ধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে এএসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে দুই পুলিশকে উদ্ধার এবং শিমুল ও জাহিদকে আটক করে। এ সময় আবু সুফিয়ান ও অন্যরা পালিয়ে যান।

এ বিষয়ে পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটকরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে এ সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।

আজকের খুলনা
আজকের খুলনা