• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আপিল বিভাগে নতুন তিন বিচারপতি

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন তিন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরা হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সই করেছেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

প্রধান বিচারপতিসহ বর্তমানে আপিল বিভাগে রয়েছেন পাঁচজন বিচারপতি। নতুন তিনজনের নিয়োগে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা হলো আট।

এক সময় আইনজীবী হিসেবে কাজ করা বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২০২৩ সালের এপ্রিলে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।

মুনসেফ হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করা বিচারপতি মো. শাহিনুর ইসলাম ২০০১ সালের জানুয়ারিতে জেলা ও দায়রা জজ হন। ২০১০ সালের এপ্রিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এবং ২০১২ সালের মার্চে দ্বিতীয় ট্রাইব্যুনালের সদস্য নিযুক্ত হন।

এরপর ২০১৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য হিসাবে পুনরায় নিযুক্ত হন।

বিচারপতি কাশেফা হোসেন ১৯৯৫ এবং ২০০৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অ্যাডভোকেট হিসেবে নথিভুক্ত হন। এরপর ২০১৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত জজ হন। 

আজকের খুলনা
আজকের খুলনা