• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ছিনতাই!

আজকের খুলনা

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩  

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পুলিশ পরিচয়ে রবিউল ইসলাম (৪২) নামে এক ডিম ব্যবসায়ীকে তুলে নিয়ে ছিনতাই সংগঠিত হয়েছে। রবিবার (০২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনির কাশিমনগর-সালতা ব্রীজ সড়কের কাবুলিয়া খাল সংলগ্ন এলাকায়।

স্থানীয় পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানাযায়, রবিবার রাত ১ টার দিকে কপিলমুনি বাজারের ডিম ও পোল্ট্রী খামারী ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) ও তার কর্মচারী আসলাম বিশ্বাস (৩০) দোকান বন্ধ করে বাড়িতে যাাচ্ছিলেন। পথিমধ্যে নাছিরপুরস্থ তার বাড়ির সন্নিকটে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী দল পুলিশ পরিচয়ে তাদের গতিরোধ করে।

একপর্যায়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে পাইকগাছা থানায় নিয়ে যাওবার কথা বলে কাশিমনগর অভিমুখে নিয়ে যায়।এরপর বাজারের আগে বটতলা নামক স্থান হতে সালতা ব্রীজ-কাশিমনগর সড়কের কাবুলিযা খাল সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে তাদেরকে হত্যার ভয় দেখাতে থাকে।

সার্বিক ঘটনা ও তাদের আচারণে রবিউলের সন্দেহ হয়। এসময় ঘটনাস্থল দিয়ে একই সড়কে যাত্রীবাহী অপর একটি মটর সাইকেল যেতে দেখে রবিউল চিৎকার দিয়ে তাদের কাছে সাহায্যে চায়। তখন ডাকাতদলের সদস্যরা তাদেরকে আঘাত করে কাছে থাকা প্রায় এক লক্ষ টাকা ও মোবাইলসহ একটি ব্যাগ ছিনতাই করে তারা দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক রবিউল আরেকজনের সহায়তায় বিষয়টি কপিলমুনি ফাঁড়ি পুলিশকে অবগত করনে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ ঘটনায় পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম ও কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা