• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

রাজশাহীতে মাইক্রোবাস কেড়ে নিল দুই স্কুলছাত্রের প্রাণ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কে উপজেলার সাধুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই স্কুলছাত্র হলো- সোহাগ আলী (১২) ও সুমন আলী (১১)। উপজেলার রাতাহারি গ্রামে তাদের বাড়ি। সোহাগের বাবার নাম হামিদুর রহমান। আর সুমনের বাবার নাম আলমগীর হোসেন। তারা দুজনেই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। দুই বন্ধু একটি বাইসাইকেলে চড়ে স্কুল যাচ্ছিল।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, স্কুল যাওয়ার পথে সাধুরমোড় এলাকায় একটি মাইক্রোবাস প্রথমে বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সোহাগ ও সুমন মাইক্রোবাসের সামনে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটি না থেমে চাকায় দুই স্কুলছাত্রকে পিষ্ট করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। বেলা ১১টা পর্যন্ত মরদেহ দুটি ঘটনাস্থলেই ছিলো।

ওসি আরও জানান, তারা ঘটনাস্থলেই রয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় মামলা হবে। তারা মাইক্রোবাসটিকে শনাক্ত করে এর চালককে আটকের চেষ্টা করছেন।

আজকের খুলনা
আজকের খুলনা