• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

মেক্সিকোতে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৯

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় মিচোয়াকান প্রদেশে বন্দুকধারীর হামলায় শিশুসহ নয় মার্কিন নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্যানুযায়ী, মঙ্গলবার প্রদেশটির উরুয়াপান শহরে হওয়া গোলাগুলিতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজন নিহত হয়।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল বিবৃতির মাধ্যমে জানান, হামলায় নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী দুজনের বয়স ১২ ও ১৩ বছর। তাছাড়া হতাহতদের মধ্যে ১৪, ১৭ এবং ১৮ বছরের কিশোরও রয়েছে।

দেশটির পুলিশ কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নেতাকে গ্রেফতারের একদিন পরই এই হত্যাকাণ্ড ঘটে। তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এলাকাটিতে মাদক উৎপাদন ও পরিবহন বাণিজ্যকে কেন্দ্র করে প্রায়ই এমন সহিংসতা ঘটে বলে দাবি তাদের। যদিও এসব বিষয়ে শিশুদের জড়ানোর ঘটনা খুবই বিরল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ঘটনাস্থলের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি স্লট মেশিন সংলগ্ন মেঝেতে রক্তের মধ্যে দেহগুলো পড়ে আছে।

উল্লেখ্য, গত বছর উত্তর আমেরিকার এই দেশটিতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় রেকর্ড সংখ্যক ৩৪ হাজার ৬০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। সরকারের নিরাপত্তা ব্যবস্থা ও দোষীদের বিচার না হওয়াকেই সহিংসতার প্রধান কারণ হিসেবে দেখছেন সমালোচকরা।

আজকের খুলনা
আজকের খুলনা