• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

সশস্ত্র বাহিনীর সদস্যদের অ্যাকাউন্টে যাবে পেনশনের টাকা

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২০  

সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশের কম্পট্রোলার অ‌্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী-এর নির্দেশনার প্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয় আইবাস++সফটওয়্যারের মাধ্যমে পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে ২০১৯ সালে মার্চ পরবর্তী নতুন পেনশনারদের মাসিক পেনশন আইবাস++ এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি করা হচ্ছে। ব্যাংক থেকে মাসিক পেনশন গ্রহণকারী অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণের পেনশন আইবাস++ এর আওতায় ইএফটি এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হতে সরাসরি তাদের স্ব-স্ব ব্যাংক হিসাবে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে অর্থ নিয়ন্ত্রক (আর্মি) পে-২ কার্যালয়ে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ জাকির হোসেন সীমিত পরিসরে অবসরপ্রাপ্ত জেসিও/ওআরএসদের মাসিক পেনশন ইএফটি এর মাধ্যমে পরিশোধ করার কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি এধরনের উদ্যোগ বয়স্ক পেনশন-ভোগীদের স্বস্তি প্রদান করবে মর্মে আশাবাদ ব্যক্ত করে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে শতভাগ পেনশন-ভোগীকে এ কার্যক্রমের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বেতন, ভাতা ও হিসাব পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ, এনডিসি, পিএসসি, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এসএফসি, আর্মি) মো. নূরুল ইসলামসহ বাংলাদেশ সেনাবাহিনী ও ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও/ওআরএসগণের মাসিক পেনশন প্রদানের নতুনদ্বার উন্মোচিত হলো বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা