• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কিশোরীদের সাইকেল র‌্যালি: ধর্ষণ-নির্যাতন প্রতিরোধের ডাক

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯  

বীরকন‌্যা প্রীতিলতার ৮৭তম আত্মাহুতি দিবস উপলক্ষ‌্যে আজ বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের আয়োজনে একদল কিশোরী রাজধানীতে সাইকেল র‌্যালি করেছে।

‘প্রীতিলতা অঙ্গিকার, লড়াই করেই অধিকার’ ‘রুখে দাঁড়ান অন‌্যায়, এড়িয়ে যাবেন না’, প্রতিবাদে সামিল হোন’ ‘নারী ও শিশু ধর্ষণ-নির্যাতন প্রতিরোধে দেশের তরুণ সমাজ এক হও’ ইত‌্যাদি স্লোগান-‌ফেস্টুন দৃষ্টি কাড়ে নগরবাসীর । র‌্যালি শহীদ মিনার থেকে পলাশী-আজিমপুর-ইডেন কলেজ-নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল। এর আগে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে সমাবেশ হয়।

আলমগীর হোসেন দুলাল বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা এই দিন ইউরোপীয়ান ক্লাব সফল আক্রমণ শেষে ফেরার পথে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দিয়েছিলেন। বৃটিশ সাম্রাজ‌্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য সেদিন এমনি অনেক নির্ভীক তরুণ-তরুণী হাসিমুখে প্রাণ বিসর্জন দিয়েছিল।

সীমা দত্ত বলেন, ‘নারী শিশুর উপর নির্মম, পাশবিক নির্যাতন-খুন-ধর্ষণ মানুষকে মানুষ হিসাবে ভাবতে দেয় না। একদিন যে তরুণ সমাজ দেশের দুর্দিনে নির্ভীক চিত্তে বৃটিশদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল, আজ তারা জীবন সংগ্রামে নিজেকে হারিয়ে ফেলছে। শিক্ষাজীবন শেষ করে চাকুরির বাজারে হতাশা, পরিবারের বন্ধনও দিন দিন ছিন্ন হয়ে যাচ্ছে। স্বার্থপরতা, আত্মকেন্দ্রীকতা চরম আকার ধারণ করেছে। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সকল তরুণ সমাজের কাছে আহ্বান রাখছে, আসুন, আমরা প্রতিবাদ মুখর হই।’

আরো বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক তসলিমা আক্তার বিউটি ও সদস্য তৌফিকা লিজা। প্রীতিলতাকে নিয়ে রচিত গান পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক সুষ্মিতা রায় সুপ্তি।

আজকের খুলনা
আজকের খুলনা