• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ওয়ানডে মেজাজে শান্তর টেস্ট সেঞ্চুরি, জয়ের ফিফটি

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ জুন ২০২৩  

চার বছর আগে আফগানিস্তানের সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচ বিশাল ব্যবধানে হেরেছিল টাইগাররা। এ ক্ষত নিয়েই আজ আরেকটি টেস্ট খেলতে মাঠে নেমেছে শান্ত-জয়রা। মিরপুরে সকালে শুরু হওয়া এ ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং এ নামে বাংলাদেশ। শুরুতেই এক ওপেনার বিদায় নিলেও শান্ত-জয়ের প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর শক্তি খুঁজে পায় লিটন দাসের দল।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জাকিরের বিদায়ে কিছুটা বেকায়দায় পড়েছিল দল। পরে অবশ্য এ শঙ্কা কেটেছে নাজমুল হোসেন শান্ত এবং জয়ের ব্যাটিং দৃঢ়তায়। জয়কে সাথে নিয়ে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন এ ব্যাটার। পঞ্চাশ ছাড়িয়ে দ্রুতই শত রানের জুটিও গড়েন দুজনে। মাত্র ৫৮ বলেই টেস্ট ক্যারিয়ারে চতুর্থ ফিফটি তুলে নেন শান্ত। আর লাঞ্চের পর তা ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে রূপান্তরিত করেন এ টাইগার ব্যাটার। দৃষ্টি জুড়ানো সব শটে আফগান বোলারদের করা বল সীমানার ওপারে পাঠান তিনি।  

নিজের ব্যক্তিগত শত রান ছোঁয়ার পথে শান্ত খেলেছেন ১১৮ টি বল। ১৯ চারে ১০৪ রানে অপরাজিত আছেন তিনি।  এদিকে শান্তর সাথে যোগ্য সঙ্গী হিসেবে উইকেটে টিকে আছেন ওপেনার জয়। তিনি অবশ্য খেলছেন টেস্ট মেজাজেই। শান্তর সেঞ্চুরির করার আগেই তিনি তুলে নিয়েছেন নিজের অর্ধশতক। ১১৩ দুই বল খেলে সাত চারে ৬১ রান করে অপরাজিত আছেন তিনি। সাদা পোশাকে এটি তার তৃতীয় ফিফটি। এখনো পর্যন্ত বাংলাদেশের স্কোর ১ উইকেট হারিয়ে ১৮৮ রান।

এর আগে প্রথম ওভারে আফগান বোলারের বলে চার মেরে ইনিংসের শুভ সূচনা করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। কিন্তু পরের ওভারেই আউট হয়ে ফিরে যান আরেক ওপেনার জাকির হাসান। নিজাত মাসুদের টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট রক্ষকের তালুবন্দি হন তিনি। দলীয় ৬ রানেই এক উইকেট হারিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয় টাইগাররা। 

আজকের খুলনা
আজকের খুলনা