• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় আগুনে দু’টি দোকান ক্ষতিগ্রস্থ

আজকের খুলনা

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৩  

খুলনার কয়রার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এ ঘটনায় দোকানে থাকা মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি ) দুপুর ২টার দিকে সদর বাজারের বাবর স্যানিটারিজ মালিক মোঃ ইয়াকুব হাজী ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজ মালিক গনি হাজীর দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় একঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাযায়নি।

কয়রা ফায়ার সা‌র্ভি‌স স্টেশ‌নের ইনচার্জ মো: গোলাম মোস্তফা প্রাথমিক ভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত। তিনি আরও বলেন, স্টেশন পাশে থাকায় আগুন লাগার মূহুর্তেই আশ পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এক ইউনিটের একঘন্টার অ‌ভিযা‌নে আগুন নিয়ন্ত্রণে আ‌সে। তবে একটি দোকান ও দোকানের পিছনে রাখা মালামাল পুড়ে ভস্মীভূত হয় অপরটির আংশিক ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতক্ষদর্শী সঞ্জয় মন্ডল বলেন, বাজারে একটি কাজে আসছিলাম হঠাৎ দাউদাউ করে আগুনের লেলিহীন শিখা দেখা ছুটে পাশে যেয়ে দেখি প্লাস্টিকের দোকানে থাকা মালামাল সব পুড়ে ছায় হয়ে গেছে।

আজকের খুলনা
আজকের খুলনা