• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

এটাই নতুন Vivo S5, লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল স্পেসিফিকেশন

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

14 নভেম্বর চিনে লঞ্চ হবে Vivo S5। ইতিমধ্যেই এই ফোনের টিজার প্রকাশ করেছে Vivo। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে তিনটি রঙে লঞ্চ হবে এই স্মার্টফোন। অন্য এক রিপোর্ট থেকে জানা গিয়েছে Vivo S5 ফোনে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকবে। ডিসপ্লের উপরে ডানদিকে থাকবে একটি পাঞ্চ হোল। এছাড়াও TENAA ওয়েবসাইটে Vivo S5 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে।

TENAA ওয়েবসাইটে Vivo 1932A আর Vivo 1932T মডেল নম্বরে দুটি স্মার্টফোন সামনে এসেছে। এই দুই ফোনে শুধুমাত্র ক্যামেরা বিভাগে পার্থক্য থাকছে। Vivo 1932A ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। অন্যদিকে Vivo 1932T ফোনের পিছনে পাঁচটা ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল, একটি 5 মেগাপিক্সেল সেন্সর, আরও একটি 5 মেগাপিক্সেল সেন্সর আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর।

যদিও সেলফি তোলা জন্য এই দুই ফোনের সামনেই একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। অর্থাৎ দুটি ভার্সানে লঞ্চ হবে নতুন Vivo S5।

যদিও এই দুই ফোনের অন্যান্য স্পেসিফিকেশন একই থাকছে। Vivo S5 ফোনে থাকছে 2.3 GHz অক্টা-কোর প্রসেসর, 8GB RAM, 256GB স্টোরেজ। এই ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Vivo S5 ফোনে থাকছে একটি 6.44 ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 4,010 mAh ব্যাটারি। Vivo S5এর ওজন 188 গ্রাম।

আজকের খুলনা
আজকের খুলনা