• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

সম্মেলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

কৃষক লীগের ১০ম জাতীয় সম্মেলনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে রয়েছে বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আজ বুধবার সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

উদ্যানের দুইটি গেট দিয়ে প্রবেশ করছেন কাউন্সিলর ও নেতাকর্মীরা। এছাড়া ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করছেন অতি গুরুত্বপূর্ণরা। নিরাপত্তার স্বার্থে তাদের সবাইকেই তল্লাশি করেই প্রবেশ করাতে হচ্ছে সম্মেলনস্থলে।

ব্যাগ, ধারালো বস্তু নিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তাদের প্রবেশ করতে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের গেটে নেতাকর্মীদের  চাপ বেশি। তাই এই স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বেশি রয়েছেন।

পুলিশ, র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, ডিবি পুলিশের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, কৃষক লীগের সর্বশেষ সম্মেলন ২০১২ সালের ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৭ বছর পরে কৃষক লীগের সম্মেলন হচ্ছে।

আজকের খুলনা
আজকের খুলনা