• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কৃষকলীগের সম্মেলন, ভোর থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেটের বাইরে গাছের গুঁড়িতে বসে নাস্তা খাচ্ছিলেন ৭৫ বছরের বৃদ্ধ মো. আবু সান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ‘ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিল ২০১৯’ তে যোগ দিতে নেত্রকোনা থেকে রাতে রওনা হয়ে আজ ভোরে ঢাকায় পৌঁছেছেন।

বাস থেকে নেমেই ভেবেছিলেন উদ্যানে প্রবেশ করবেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভোর ৬টার দিকে তিনিসহ অন্যরা কেউ প্রবেশ করতে পারেননি। বৃদ্ধ আবু সান জানান, ১৯৬৯ সাল থেকে আওয়ামী লীগে রাজনীতি করেন। তরুণ বয়সে ‘জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো’ স্লোগান দিয়েছিলেন। আর এখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। তবে সম্মেলনে যোগদান করতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার মানুষ কাকডাকা ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসছেন।

ভোরে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খেলার মাঠ ও তৎসংলগ্ন এলাকায় গাড়িযোগে নেতাকর্মীরা এসে নামছেন। সাতসকালে উদ্যানে প্রবেশ করতে না পেরে কেউ আশপাশের এলাকা ঘুরে বেড়াচ্ছেন আবার কেউবা দলবেঁধে সকালের নাস্তা পর্ব শেষ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়াার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশপথে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্কতামূলক অবস্থান নিয়েছেন। প্রবেশপথে আর্চওয়ে স্থাপন করাসহ একাধিক গ্রুপে বিভক্ত হয়ে কে কোথায় কী দায়িত্ব পালন করবেন তা জেনে ও বুঝে নিচ্ছেন।

সম্মেলনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশমঞ্চ তৈরিসহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় কেটেছে কৃষক লীগের নেতাকর্মীদের। সম্মেলনকে কেন্দ্র করের সাজসাজ রব পড়ে গেছে। রাজধানীসহ সারাদেশে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্নভাবে প্রচার করেছেন নেতাকর্মীরা। কাউন্সিলের মাধ্যমে কে বা কারা নেতৃত্বে আসছেন তা নিয়ে অপেক্ষার পালা শেষ হবে আজ।

আজকের খুলনা
আজকের খুলনা