• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

সপ্তাহজুড়ে সচেতনতা বাড়ানোর কার্যক্রম, আগামী সপ্তাহ থেকে মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

চলতি মাসের প্রথম দিন থেকে কার্যকর হয়েছে সড়ক নিরাপত্তা আইন-২০১৮। চলতি সপ্তাহ পর্যন্ত চলবে আইনটি সম্পর্কে চালক ও সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বাড়ানোর কার্যক্রম। আর আগামী সপ্তাহ থেকে শুরু হবে মামলা দায়ের।

আজ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের এমন সচেতনতামূলক কার্যক্রম দেখা যায়। কার্যক্রমের অংশ হিসেবে যানবাহন চালক, হেলপার-শ্রমিক, মালিক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিফ্রিং সেশন আয়োজন করা হয়। এছাড়াও খোলা জায়গায় মাইকিং করেও আইনটি সম্পর্কে জানানো হচ্ছে সবাইকে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় বিভিন্ন ধারায় জরিমানার পরিমাণ নির্ধারণ করে দেন। নিজস্ব ক্ষমতাবলে মূল আইন থেকে কিছুটা কমিয়ে সেই জরিমানা নির্ধারণ করা হয়। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) পর্যন্ত মামলা প্রয়োগের পরিবর্তে জনসাধারণ ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণে কর্মকর্তাদের নির্দেশ দেন।

মূলত এরপর থেকে ডিএমপি ট্রাফিকের চারটি বিভাগ অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম নিজেদের আওতাধীন এলাকায় আইনটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করে। 

আইনটির আলোকে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মাঠপর্যায়ে কাজ করা সার্জেন্ট ঝোটন শিকদার বলেন, এই সপ্তাহ পর্যন্ত আমরা মামলা কার্যক্রম পরিচালনা করছি না। আগামী শনিবার (৯ নভেম্বর) থেকে মামলার নতুন কাগজে মামলা দায়ের কার্যক্রম শুরু হবে। এরমধ্যে ডিজিটাল মেশিনে নতুন আইনের ধারা অনুযায়ী সিস্টেমের কাজ শেষ হলে তারপর থেকে ডিজিটাল মেশিনে আগের মতো মামলা দায়ের করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা