• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক হেমায়েত আর নেই

আজকের খুলনা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৯  

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি...রাজিউন)।

আজ সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

অধ্যাপক হেমায়েত দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য সম্প্রতি তিনি ভারতে গিয়েছিলেন।

মুম্বাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসক আদভানীর অধীনে চিকিৎসা নেন তিনি। তাকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছিল।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন অধ্যাপক হেমায়েত উদ্দিন।

অবিভক্ত ঢাকা মহানগরের দীর্ঘদিনের সভাপতি ছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়ার যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি।

নির্বিবাদী, মিশুক ও প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা হিসেবে তার খ্যাতি ছিল সর্বমহলে।

তার জানাজা আজ বাদ আছর টিএন্ডটি উচ্চ বিদ্যালয় (জাতীয় সংসদের বিপরীতে) মাঠে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এতে অধ্যাপক হেমায়েতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

এক বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, এটিএম হেমায়েতের মৃত্যুতে আমরা ইসলামী রাজনীতির অদ্বিতীয় এক কিংবদন্তিকে হারালাম। জাতি হারিয়েছে একজন অনন্য জননেতা, রাজনীতিক এবং একজন শিক্ষাবিদকে। যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

আজকের খুলনা
আজকের খুলনা