• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইন্টারনেট ছাড়া গুগল ড্রাইভ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

অফিস ফাইল বা ব্যক্তিগত ছবি, ভিডিও ক্লাউডে জমা রাখার অন্যতম প্ল্যাটফর্ম হলো গুগল ক্লাউড। ২০২১ সালে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল অফলাইনে ব্যবহার করার ফিচার চালু করে। ইন্টারনেট সংযোগ ছাড়া গুগল ড্রাইভ ব্যবহারে জানতে হবে কিছু কৌশল।

২০১৯ সালে অফলাইন ফিচারের বেটা টেস্টিং শুরু করে গুগল। সেখানে নন-গুগল ফাইল, ব্রাউজার থেকে ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহারিক পদ্ধতি দেখানো হয়। ২০২১ সালে সব গ্রাহকের জন্যই ফিচারটি উন্মোচিত হয়। ফলে গুগল ড্রাইভে পিডিএফ, ইমেজ ও মাইক্রোসফট অফিস ডকুমেন্ট থাকলেও তা অফলাইনে অ্যাকসেস করা যাবে।

ব্যবহার পদ্ধতি

অফলাইনে ফিচার ব্যবহার করতে গেলে কম্পিউটারে গুগল ড্রাইভ অ্যাপ ইনস্টল করে রাখতে হবে। আর সেই সঙ্গেই অফলাইন অ্যাকসেস মোড ড্রাইভ সেটিংস থেকে অ্যানাবল করে রাখতে হবে। সে জন্য সাপোর্টেড ফাইলের ওপরে রাইট ক্লিক করে ‘অ্যাভেইলেবল অফলাইন’ অপশন অ্যানাবল করে নিতে হবে।
উল্লিখিত উপায়ে ডেস্কটপ থেকে সেটিংসের মাধ্যমে ব্যবহার করা যায়–

  • গুগল ড্রাইভের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। 
  • এরপর ওপরের ডান পাশের গিয়ার আইকনে ক্লিক করে সেটিংস মেন্যুতে ক্লিক করতে হবে। 
  • সেখানে অফলাইন অপশনে থাকা ‘Create, open, and edit your recent Google Docs, Sheets, and Slides files on this device while offline.’ চেকবক্সে ক্লিক করতে হবে। 
  • ব্যস, সেভ দিলেই অফলাইনে ব্যবহারযোগ্য হবে।

স্মার্টফোনে অফলাইন ফিচার
গুগল ড্রাইভ অফলাইন ফিচারটি স্মার্টফোনে ব্যবহারে যা করতে হবে–

  • প্রথমে গুগল ড্রাইভ অ্যাপে যেতে হবে। 
  • দ্বিতীয় ধাপে থ্রি-ডট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে গিয়ে ‘অফলাইন অ্যাকসেস’ বাটনে ক্লিক করতে হবে। 
  • অফলাইন অ্যাকসেস অ্যানাবল করলেই স্মার্টফোনে ফিচারটি সচল হবে।
     
আজকের খুলনা
আজকের খুলনা