• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

জাবিতে নিষেধাজ্ঞার পরেও বিক্ষোভ মিছিল আন্দোলনকারীদের

আজকের খুলনা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা ভেঙে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে এ মিছিল করেন আন্দোলনকারীরা। মিছিল নিয়ে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের দিকে যাচ্ছেন। সেখানেই অবস্থান নেবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলন ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তারপর বুধবার রাত ৮টায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও অফিস বা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের অবস্থানে নিষেধাজ্ঞাও জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আন্দোলনকারীরা মিছিল বের করেন। তারা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাকে প্রশাসনের ‘অবৈধ’ সিদ্ধান্ত বলে আখ্যা দেন এবং সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন।

আজকের খুলনা
আজকের খুলনা