• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

প্রথমবারের মত মংলা বন্দরে সর্বোচ্চ দৈর্ঘ্যের কন্টেইনারবাহী জাহাজ

আজকের খুলনা

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৯  

এই প্রথমবারের মত মংলা বন্দরে ভিড়েছে কন্টেইনারবাহী সর্বোচ্চ দৈর্ঘ্যের একটি বিদেশী জাহাজ।

আজ বুধবার যে কোন সময় মালয়েশিয়ার টিপিপি বন্দরের উদ্দেশ্য মংলা বন্দর ত্যাগ করবে বিদেশী জাহাজ ‘ক্যাপে সাইরস’।

এর আগে সোমবার সন্ধ্যায় সাইপ্রাসের পতাকাবাহী ‘এমভি ক্যাপে সাইরস’ নামের বিদেশী এ জাহাজটি বন্দরের নয় নম্বর জেটিতে ভিড়ে।  প্রায় ১৮৫ মিটার দৈর্ঘ্যের জাহাজটিতে করে কন্টেইনারে তিন হাজার ৮৬০ মেট্টিক টন পণ্য আনা হয়েছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, মংলা বন্দরে এর আগে এত বড় দৈর্ঘ্যের কন্টেইনার জাহাজ আর কখনও আসেনি। এটাই প্রথম। জাহাজটি গত দুই নভেম্বর মায়ানমারের ইয়াংগুন বন্দর থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।  সোমবার মংলা বন্দর জেটিতে অবস্থানের পর জাহাট থেকে এখন কন্টেইনার নামানোর কাজ চলছে। 

আজকের খুলনা
আজকের খুলনা