• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে আহবান খুলনা চেম্বারের

আজকের খুলনা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৪  

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সংক্রান্ত মতবিনিময় সভা গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত খুলনা চেম্বারের সভাকক্ষে হয়। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। 
খুলনা চেম্বার সভাপতি কাজি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু  ও মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, মোঃ শাহাদাৎ হোসেন মলি­ক, তিলক কুমার গোস্বামী, মোঃ সোহাগ দেওয়ানসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির বিশিষ্ট নেতৃবৃন্দ।

খুলনার বিভিন্ন বাজার তদারকীর জন্য ১৪ কমিটি গঠন : খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দের সমন্বয়ে গতকাল সোমবার পবিত্র মাহে রমজান মাসে খুলনার বিভিন্ন বাজার তদারকির জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয়:

(১) কদমতলা ও স্টেশন রোড এলাকা: খুলনা চেম্বারের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, পরিচালক মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান।
(২) শিববাড়ি, নিউ মার্কেট ও নিউ মার্কেট সংলগ্ন বাজার এলাকা : খুলনা চেম্বারের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু।
(৩) খালিশপুর বাজার এলাকা : খুলনা চেম্বারের সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো।
(৪) বড় বাজার এলাকা : খুলনা চেম্বারের পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, মোঃ সিরাজুল হক, মোঃ শাহাদাৎ হোসেন মলি­ক, ঠাকুর মোঃ শাহ্ আলম।
(৫) সোনাডাঙ্গা কাঁচা বাজার, দোলখোলা বাজার, মিস্ত্রীপাড়া বাজার, সন্ধ্যা বাজার ও নিরালা বাজার এলাকা : খুলনা চেম্বারের পরিচালক জেড এ মাহমুদ ডন।
(৬) শেখপাড়া বাজার এলাকা : খুলনা চেম্বারের পরিচালক শেখ মোঃ গাউসুল আজম।
(৭) রূপসা এবং নতুন বাজার এলাকা : খুলনা চেম্বারের পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল।
(৮) বয়রা বাজার এলাকা : খুলনা চেম্বারের পরিচালক কাজী মাসুদুল ইসলাম ।
(৯) জোড়াকল বাজার এলাকা : খুলনা চেম্বারের পরিচালক জোবায়ের আহমেদ খান জবা।
(১০) চাঁনমারী বাজার ও লবণচরা বান্ধা বাজার এলাকা: খুলনা চেম্বারের পরিচালক মোঃ মোশাররফ হোসেন।
(১১) খুলনা শপিং কমপ্লেক্স এলাকা : খুলনা চেম্বারের পরিচালক মোঃ আবুল হাসান।
(১২) হেরাজ মার্কেট, মেডিসিন মার্কেট ও নিক্সন মার্কেট এলাকা : খুলনা চেম্বারের পরিচালক মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম।
(১৩) ডিসি মার্কেট এলাকা : খুলনা চেম্বারের পরিচালক নিজারুল আলম জুয়েল।
(১৪) দৌলতপুর বাজার এলাকা : খুলনা চেম্বারের সাবেক পরিচালক মোঃ বদরুল আলম মার্কিন।

আজকের খুলনা
আজকের খুলনা