• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পরের ম্যাচে রংপুরের অধিনায়ক কে?

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

শেষ তিন ম্যাচে তিন অধিনায়ক রংপুর রেঞ্জার্সকে নেতৃত্ব দিয়েছেন।

বিপিএল মানেই এলোমেলো কোনো আয়োজন! বিপিএল মানেই নতুন নিয়ম, হুটহাট নতুন কোনো সিদ্ধান্ত! এবারের বিশেষ বিপিএলও এর বাইরে যেতে পারেনি। বিপিএলের দল রংপুর রেঞ্জার্সকে দেখলেই পরিস্কার ধারণা পাওয়া যায়। মাঠে পারফরম্যান্স নেই। মাঠের বাইরেও দলটি অগোছাল। 

বিপিএলে ছয়টি ম্যাচ খেলেছে তারা। অথচ শেষ তিন ম্যাচে তাদের নেতৃত্বে ছিলেন তিন অধিনায়ক। মোহাম্মদ নবীর হাত ধরে পথ চলা শুরু। চার ম্যাচে কোনো জয় নেই তাদের। পঞ্চম ম্যাচে তাদের অধিনায়ক টম ওবেল। তার হাত ধরে হাসল রংপুর। অথচ ষষ্ঠ ম্যাচে দলে নেই এ ইংলিশ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে অধিনায়ক করে ফ্রাঞ্চাইজিটি। আবার হারের স্বাদ। এভাবেই চলছে রংপুর রেঞ্জার্স।

তাইতো প্রশ্ন উঠছে ক্রিকেট পাড়ায়, রংপুরের পরের ম্যাচে অধিনায়ক কে হচ্ছেন? দলীয় সূত্রে জানা গেছে, শেন ওয়াটসনের কাঁধেই থাকবে রংপুরের দায়িত্ব। টুর্নামেন্টের শেষ পর্যন্ত ওয়াটসনকে অধিনায়ক হিসেবে মেনে নিয়েছে দলটি।

ওয়াটসনকে অধিনায়ক নির্বাচনেও রংপুর দেখিয়েছে অপেশাদারিত্ব! ম্যাচের আগের দিন রাতে ঢাকায় এসে পরদিনই মাঠে নামেন শেন ওয়াটসন। ঢাকায় পা রেখে জানতে পারেন তাকে করা হচ্ছে অধিনায়ক। বিপিএলে তার প্রথম ম্যাচ। পাঁচ বছর পর এসেছেন বাংলাদেশে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোনো খোঁজখবরই নেই তার! অথচ তাকেই করা হয়েছে অধিনায়ক।

কাগজে-কলমের পারফরম্যান্স দেখে দল নিয়ে মাঠে নেমে ভুগেছেন ওয়াটসন। তবে পরের ম্যাচ থেকেই রংপুর ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস কোচ মার্ক ও’ ডনেল। প্লে’ অফ নিশ্চিতে শেষ ছয় ম্যাচেই জিততে হবে রংপুরকে। নিউজিল্যান্ডের এ কোচের বিশ্বাস রংপুর শেষ দিকে চমক দেখিয়ে শেষ চারে যাবে।

‘অবশ্যই আমরা জেতার জন্য ভালো নামবো। চাইবো সবগুলো ম্যাচই জিততে। আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে। তাদের থেকে আরেকটু ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছি। তাদের ব্যাট-বলের দীর্ঘ পারফরম্যান্স আমাদেরকে সেরা সাফল্য এনে দেবে।’ – বলেছেন মার্ক ও’ ডনেল।

সোমবার রংপুরের সপ্তম ম্যাচ সিলেট থান্ডারের বিপক্ষে। রংপুরের মতো সিলেটের মাঠের পারফরম্যান্স হতশ্রী। দেখার বিষয় আগামীকাল কে উড়ায় বিজয়ের পতাকা।

আজকের খুলনা
আজকের খুলনা