• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কোন ডিসিপ্লিনে কতটি পদক পেল বাংলাদেশ?

আজকের খুলনা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হয়েছে এসএ গেমসের ১৩তম আসর। ভারত এবার ১০টি ডিসিপ্লিনে অংশ না নিয়ে, দ্বিতীয় সারির দল পাঠিয়েও সর্বোচ্চ পদক জিতেছে। বাংলাদেশ অংশ নিয়েছিল ২৫টি ডিসিপ্লিনে। তার মধ্যে পদক জিতেছে ২০টিতে। ৫টিতে কোনো পদক পায়নি।

তবে অন্যান্য আসরের তুলনায় ভালো করেছে। রেকর্ড ১৯টি সোনা জিতেছে। রূপাও জিতেছে রেকর্ড ৩৩টি। যা পূর্বের যেকোনো আসরের চেয়ে বেশি। আর ব্রোঞ্জও জিতেছে অন্যান্য যেকোনো আসরের চেয়ে বেশি ৯০টি। চলুন দেখে নেওয়া যাক কোন ডিসিপ্লিন থেকে কতটি পদক পেয়েছে বাংলাদেশ।

ডিসিপ্লিন

সোনা

রূপ

ব্রোঞ্জ

সর্বমোট

অ্যাথলেটিক্স

আরচারি

১০

১১

ব্যাডমিন্টন

বাস্কেটবল

বক্সিং

ক্রিকেট

সাইক্লিং

ফেন্সিং

১১

ফুটবল

গলফ

হ্যান্ডবল

জুডো

১১

১১

কাবাডি

কারাতে

১২

১৮

খো-খো

শ্যুটিং

১০

স্কোয়াশ

সাঁতার

১১

টেবিল টেনিস

তায়কোয়ানডো

১০

১১

টেনিস

ভলিবল

ভারোত্তোলন

১৩

কুস্তি

উশ্যু

১০

১৩

সর্বমোট

১৯

৩৩

৯০

১৪২

আজকের খুলনা
আজকের খুলনা