• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

দলের প্রয়োজনে তিনে ফিরছেন রুট

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯  

অ্যাশেজ সিরিজে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে।

এজবাস্টন টেস্ট দিয়েই ইংলিশ অধিনায়ক ফিরবেন তিনে।  আয়ারল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের পরপরই কোচ ট্রেভর বেইলিস চেয়েছিলেন রুটকে তিনি বলবেন তিনে উঠে আসার জন্য। কিন্তু ডানহাতি ব্যাটসম্যান নিজ থেকে তিনে ব্যাটিং করতে চাওয়ায় বেইলিসের প্রস্তাব দেওয়াও লাগেনি।

অ্যাশেজে রুট তিনে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ায় জো ডেনলি চারে নেমে যাবেন। ওপেনিংয়ে থাকবেন জেসন রয় ও ররি বার্নস।

তিন নম্বর পজিশনে রুটের ব্যাটিং পারফরম্যান্স ঈর্ষনীয়। ৪০ ইনিংসে ৪০.৪৭ গড়ে ১৫৩৮ রান করেছেন।  দুটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি।  ক্যারিয়ার সেরা ২৫৪ রানের ইনিংসটি পেয়েছিলেন তিনে ব্যাটিং করেই।  চার নম্বর পজিশনেও তার ব্যাটিং সবথেকে ভালো।  ৬০ ইনিংসে ৪৮ গড়ে রান করেছেন ২৭৩৬।  সেঞ্চুরি আছে ৭টি, হাফ সেঞ্চুরি ১৯টি।  চার নম্বর পজিশন তার জন্য সুইটেবল। কিন্তু দলের প্রয়োজনে নিজেকে তুলে আনছেন ডানহাতি ব্যাটসম্যান।

এদিকে অ্যাশেজের প্রথম টেস্টে জোফরা আর্চার খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।  এজবাস্টনে ফেরানো হবে পেসার জেসন অ্যান্ডারসনকে। কাফ মাসলে ইনজুরিতে পড়া ডানহাতি এ পেসার এই টেস্ট দিয়ে ফিরবেন জাতীয় দলে।  প্রথম টেস্টে অ্যান্ডারসনের সঙ্গে থাকবেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, বেন স্ট্রোকস ও মঈন আলী।

বৃহস্পতিবার এজবাস্টনে প্রথম টেস্ট শুরু হবে।

আজকের খুলনা
আজকের খুলনা