• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

হজযাত্রীদের ভোগান্তিতে ফেললে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থারহুঁশিয়ারি

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, চলতি বছরের হজযাত্রা শুরু হচ্ছে আগামী ৯ মে থেকে। বুধবার (২৪ এপ্রিল) সকালে হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এ তথ্য জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, যেসব হজ এজেন্সি সময়মতো হজযাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। হজযাত্রীদের ভোগান্তি কমাতে আগামী বছর থেকে ৭০ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান ফরিদুল হক খান।

ভিসা দেয়ার আর মাত্র ৪ দিন বাকি থাকলেও, বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯ হাজার হজযাত্রীর বেশিরভাগেরই ভিসা করেনি হজ এজেন্সিগুলো। গতকাল পর্যন্ত ভিসা হয়েছে মাত্র চারশ`জনের। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জনের বিপরীতে ১১`শরও বেশি মুসল্লির ভিসা হয়ে গেছে।

আজকের খুলনা
আজকের খুলনা