• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কোরআন-হাদিসে সালাত কায়েম করার তাগিদ ও গুরুত্ব

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলাকে সালাতের মাধ্যমে যেমন খুশি করা যায়, ঠিক তেমনি নিজেরও মানসিক প্রশান্তি লাভ করা যায়। ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয়টি হচ্ছে সালাত। প্রতিটি প্রাপ্তবয়স্ক ও বুদ্ধি-জ্ঞান সম্পন্ন, নারী পুরুষ নির্বিশেষে, প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ।

পবিত্র কোরান ও হাদিস গ্রন্থে বহু জায়গায় সালাত কায়েম করার তাগিদ ও গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন-

‘তোমরা সালাত কায়িম করো আর মুশরিকদের দলভুক্ত হয়ো না’। (সূরা: রুম, আয়াত: ৩১)

‘নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়। এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। (সূরা: আ’লা, আয়াত: ১৪-১৫) 

‘সুতরাং দুর্ভোগ ঐ সমস্ত মুসল্লির জন্য, যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা লোক দেখানোর জন্য আদায় করে’। (সূরা: মাউন, আয়াত: ৪-৬)

‘তোমরা সেভাবেই সালাত আদায় কর, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো’। (বুখারি হা/৬৩১)

‘কেয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। সালাত শুদ্ধ হলে তার সমস্ত আমলই সঠিক হবে আর সালাত শুদ্ধ না হলে, তার সমস্ত আমল বরবাদ হবে’। (তাবারাণী আওসাত্ব হা/১৮৫৯; সনদ সহহ, সিলসিলা সহিহাহ হা/১৩৫৮)

আজকের খুলনা
আজকের খুলনা