• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রোজার বাকি ২ মাস, আমিরাতে ঈদে ছুটি ৬ দিন

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

চাঁদ দেখা সাপেক্ষে ২ মাস পর সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে পবিত্র রমজান মাস শুরু হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশেও শুরু হবে রোজা।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এ বছর পবিত্র রমজান হবে ২৯ দিনের। সেই হিসেবে সংযুক্ত আরব আমিরাতে রোজা শেষ হবে ৯ এপ্রিল। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুবাইয়ের বাসিন্দারা ৬ দিন ছুটি পাবেন। ৯ এপ্রিল থেকে যা শুরু হয়ে শেষ হবে ১২ এপ্রিল।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, এই সময়ে আরব আমিরাতে বসন্তকাল থাকে। ২০২৪ সালে রমজানের সময়সীমা ২০২৩ সালের তুলনায় কম হবে। চলতি বছর পবিত্র রমজানে সংযুক্ত আরব আমিরাতের মুসল্লিরা প্রথমদিন ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন। গত বছর এই সময়সীমা ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট।

আজকের খুলনা
আজকের খুলনা