• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কাজ কবুলের জন্য যে দোয়া করতেন ইব্রাহিম (আ.)

আজকের খুলনা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৪  

ইব্রাহিম (আ.) স্বীয় পুত্র ইসমাঈলকে সঙ্গে নিয়ে কাবা গৃহের পুনঃনির্মাণ করে কাবা গৃহের স্থায়িত্ব কামনা এবং কুফর, শিরক, দুশ্চরিত্রতা, হিংসা, লালসা, কুপ্রবৃত্তি, অহংকার ইত্যাদি কলুষ থেকে কাবা গৃহকে পবিত্র রাখার জন্য উক্ত দোয়া করেছিলেন। সেই সঙ্গে তাদের এই ত্যাগ কবুল করার নিবেদন করেছিলেন। (ইবনু কাসির, বুখারি হা/৩১২২)

কাজ কবুলের জন্য যে দোয়া করতেন ইব্রাহিম (আ.) 

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

উচ্চারণ: ‘রাববানা তাক্বাববাল মিন্না ইন্নাকা আনতাস্ সামী‘উল ‘আলীম। ওয়াতুব ‘আলায়না, ইন্নাকা আনতাত্ তাউওয়াবুর রাহীম’।

অর্থ: ‘প্রভু হে! আমাদের নিকট থেকে এই কাজ কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও পরম দয়ালু’। (সূরা: বাকারা, আয়াত: ১২৭-২৮

আজকের খুলনা
আজকের খুলনা