• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

নতুন নামে দল গড়ার চেষ্টা করছে জামায়াত

আজকের খুলনা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯  

মুক্তিযুদ্ধের চেতনার সরকার যদি আরো দশ বছর আগে জামায়াত এবং রাজাকার প্রমাণিত হওয়া ব্যক্তিদের দলীয় এবং ব্যক্তিগত রাজনীতি নিষিদ্ধ করতো তাহলে জামায়াত কোনোভাবেই এদেশের রাজনীতির বীজ বপন করতে পারতো না বলে মনে করেন শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর সংস্কারপন্থি একটা অংশ নতুন নামে দল গড়ার চেষ্টা করছে। জামায়াতের নেতারা যদি নতুন নামে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় তাহলে সেটা হবে আমাদের জাতির জন্য খুবই পরিতাপের বিষয়। মুক্তিযুদ্ধের চেতনার সরকারের উচিত হবে যেভাবেই হোক এদের রোখা , এদের কোনোভাবেই বাংলাদেশের মাটিতে আবার নতুন করে নতুন নামে স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না।

সরকারের উচিত হবে জামায়াতকে রজনীতি করার সুযোগ না দেয়া, সেটা যে নামেই হোক না কেন। বাংলাদেশের সাধারণ মানুষের উচিত হবে এদের সামাজিকভাবে প্রতিহত করা। পরিতাপের বিষয় হচ্ছে, এই সরকারের আগের মেয়াদে আইনমন্ত্রী কথা দিয়োছলেন যে, জামায়াতে ইসলামীর রাজনীতি বন্ধ করা হবে, তবে এখনও সেই কথার বাস্তবায়ন হয়নি, জামায়াতের রাজনীতি বন্ধ করা হয়নি।

দশ বছর আগেই যদি রাজাকার পরিবার এবং তাদের দলের কার্যক্রম বন্ধ হতো তাহলে জামায়াত এবং রাজাকার পরিবারের সদস্যরা রাষ্ট্রীয় বড় পদে থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করতে পারতো না।

লেখক : শাওন মাহমুদ

আজকের খুলনা
আজকের খুলনা