• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জাপায় সাত নেতার পদোন্নতি

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

নবম জাতীয় সম্মেলনের পরদিই জাতীয় পার্টিতে পদোন্নতি পেলেন সাত জ্যেষ্ঠ নেতা।

তাদের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ দলের সিনিয়র কো-চেয়ারম্যানের পদ পেয়েছেন। এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মো. মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম হয়েছেন কো-চেয়ারম্যান।

রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের তাদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, “দলের স্বার্থে, দেশের স্বার্থে আমি একজনকে পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও ছয়জনকে দলের কো চেয়ারম্যান ঘোষণা করছি।”

জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা যে সিনিয়র কো চেয়ারম্যান ও কো চেয়ারম্যান পদ পাচ্ছেন, তা শনিবার দলের নবম সম্মেলন অনুষ্ঠানেই জানিয়েছিলেন পার্টির নির্বাচন কমিশনের প্রধান শেখ সিরাজুল ইসলাম। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরে শীর্ষ নেতার পদ নিয়ে দ্বন্দ্ব-টানাপড়েনের মধ্যে রওশন এরশাদ শিবিরে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সাবেক মন্ত্রী ও দলের গত কমিটির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

এরশাদের ভাই জি এম কাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব নিলে সে সময় আনিসুল ইসলাম মাহমুদ তার বিরোধিতা করেছিলেন। চেয়ারম্যানের পদে জি এম কাদেরকে অবৈধ হিসেবে ঘোষনা দিয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও এনেছিলেন তিনি।

ওই টানাপড়েনের পর আনিসুল ইসলাম মাহমুদকে দলের কোনো সভায় দেখা যাচ্ছিল না। নবম কাউন্সিলের আগে রওশন এরশাদের হস্তক্ষেপে সে বরফ গলে। গত শুক্রবার কাউন্সিলের আগে দলের প্রেসিডিয়াম সদস্যদের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার নবম কাউন্সিলের মঞ্চে তিনি বসেছিলেন জি এম কাদেরের ঠিক ডান পাশের আসনে।

এ বি এম রুহুল আমিন হাওলাদার এর আগে দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘মনোনয়ন বাণিজ্যের’ অভিযোগে তাকে মহাসচিবের পদ থেকে ইস্তফা দেয় জাতীয় পার্টি।

এর পর থেকে দলের গুরুত্বপূর্ণ সভা, মিটিংয়ে তিনি ছিলেন অনুপস্থিত। এরশাদের মৃত্যুর পর তিনিও দলের কোনো সভাতেও আসেনি। এবার মহাসচিব পদে মসিউর রহমান রাঙ্গাঁর পাশাপাশি তার নামটিও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি।

গত কমিটির প্রেসিডিয়াম সদস্য বাবলু এর আগে এক দফায় মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সালমা ইসলাম ঢাকা জেলা জাতীয় পার্টি ও জাতীয় মহিলা পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন। আর সাংসদ কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মো. মুজিবুল হক চুন্নু গত কমিটিতে ছিলেন প্রেসিডিয়াম সদস্য।

আজকের খুলনা
আজকের খুলনা