• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

এরশাদের আসনের উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এ বিষয়ে প্রার্থী নির্বাচনে স্থায়ী কমিটির সদস্যরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন।

সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে ফখরুল এ কথা জানান। এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত দলটির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন। বৈঠকে স্কাইপে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থায়ী কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান।

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। রংপুর-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে এরশাদ আমৃত্যু বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা