• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় শ্রমজীবি মানুষের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪  

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, কথাটি সত্য। পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা অন্যের উপকার করার জন্য ব্যস্ত থাকেন। মানবতার সেবায় সদা সর্বদা এগিয়ে আসেন বারবার। দুর্যোগে দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ান। কোন প্রচারের জন্য নয় কিংবা বাহবা পাওয়ার আশায় এটি করেন না তারা। মানুষের পাশে থাকাই তাদের নেশা। এমনই একজন হলেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।

শুধু নিজের ইউনিয়নে নয়, উপজেলায় নয়, জেলার গন্ডি পেরিয়ে অন্য জেলাতে গিয়েও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। করেছেন নানা রকমের সাহায্য সহযোগিতা। কখনও দিয়েছেন অর্থ, কখনও দিয়েছেন হুইল চেয়ার, বই-পুস্তক, খাদ্য সামগ্রী, অক্সিজেন সিলেন্ডারসহ আরো অনেক কিছু দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সব সময়। করোনাকালিন সময়ে প্রতিষ্ঠা করেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক। করোনা আক্রান্ত ব্যক্তিদের কাছে যেতে মানুষ যখন ভয় পেত ঠিক তখনই তিনি অক্সিজেন নিয়ে সেই পরিবারের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। করেছন আর্থিক সহায়তা। প্রতিবন্ধীদের সহায়তা করার জন্য করেছেন কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট। এ পর্যন্ত ৩২০টি হুইল চেয়ার দিয়ে প্রতিবন্ধীদের সহায়তা করেছেন।

সিলেটের সুনামগঞ্জে যখন বন্যা পরিস্থিতি ভয়াবহতায় রূপ নেয় তখন তিনি এক হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী নিয়ে গিয়ে তাদেরকে সহায়তা করেছেন। অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন বই-খাতা, পেন্সিলসহ অন্যান্য সামগ্রী। দিয়েছেন শীতবস্ত্র।

এরই ধারাবহিকতায় চলমান প্রচন্ড তাপ প্রবাহে হিট স্ট্রোক প্রতিরোধে ও মানুষকে সচেতনতা করার লক্ষে লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পথচারী, ভ্যান চালক ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরন করেছেন লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। দেশের চলমান তাপ প্রবাহের কারনে মানুষজন ঘর থেকে প্রয়োজন ছাড়া এক প্রকার বেরই হচ্ছেন না। শুধুমাত্র নিতান্তই প্রয়োজনের জন্য এবং খেটে খাওয়া মানুষ তাদের কর্মের জন্য বের হচ্ছেন। আর এইসব শ্রমজীবি মানুষকে ঠান্ডা সুপেয় পানি ও শরবত পান করিয়ে যাচ্ছেন লস্করের চেয়ারম্যান।

বুধবার বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় তিনি সুপেয় পানি ও শরবত বিতরণ করেন।

ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, একহাজার লিটার বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়েছে। তাপ প্রবাহ চলাকালিন সময় পর্যন্ত তার এই কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সালামুন হোসেন, দিনার সানা, রাজু আহম্মেদ, শাহিন সরদার ও শেখ রিয়াজ হায়দার। 

আজকের খুলনা
আজকের খুলনা