• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে অপরাজিতা

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের সম্পৃক্তকরণে দীর্ঘদিন থেকে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের অপরাজিতা প্রকল্প । সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত বা মানুষের কল্যাণে কাজ করছে এমন অগ্রগামী ও এগিয়ে আসা নারীদের নিয়েই মূলতঃ তাদের কার্যক্রম। ২০১৮ সালের ডিসেম্বর থেকে অপরাজিতা নেটওয়ার্ক তাদের এ কার্যক্রম শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটির অপরাজিতা প্রকল্পের আওতায় খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নে অপরাজিতার এক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ মার্চ) পরিষদের মিলানায়তে অনুষ্ঠিত এ মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের খুলনা ও বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। প্রকল্পের রুপসা-তেরখাদা ও দিঘলিয়া উপজেলার মাঠ সমন্বয়নকারী বনানী দাশ গুপ্ত বাসন্তীর সঞ্চালনায় দুই পর্বে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটির কার্যক্রমের গত ৫ বছরের মূল্যায়ন সম্পর্কে খন্দকার জিলানী হোসেন বলেন, সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ২০১৮ সালের ডিসেম্বর থেকে অপরাজিতা তাদের কার্যক্রম শুরু করে। সমাজে রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রগামী নারী, এক কথায় ব্যাপক মানুষের কল্যাণে অপরাজিতা কাজ করছে। অপরাজিতার মূল লক্ষ্য হলো নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি। তিনি বলেন, আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে সর্বক্ষেত্রে নারীদেরকে সম্পৃক্ত করতে হবে।

মূল্যায়ন সভায় ইউনিয়ন পরিষদের সচিব আসমা আক্তার, অপরাজিতা দিঘলিয়া উপজেলার সভাপতি নাসরিন আক্তার হিরা, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, শেখ শরিফুল ইসলাম, গোলাম কিবরিয়া, মোঃ মামুন শেখ, সাংবাদিক শফিক, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মাহফুজুর রহমান, মসজিদের ইমাম মাহবুবুর রহমান, রাজনৈতিক নেতা মোঃ হোসেন আলী হাওলাদার, শিক্ষার্থী মোঃ আবিদুর রহমান, মোঃ রায়হান রহমান, অপরাজিতার সদস্য সংরক্ষিত মহিলা মেম্বর মাফুজা খাতুন, হাফিজা খাতুন, সাহারা জলি খানম, নারী উদ্যোক্তা মাহমুদা খাতুন ও আছিয়া খাতুনসহ অপরাজিতার সদস্য, রাজনৈতি-সামাজিক, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা