• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩  

দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, অফিসার ইনচার্জ বাবুল আক্তার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম রহমান, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া মডেল  মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা মোঃ বায়োজিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম, মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, মাষ্টার কামরুল ইসলাম, বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লা আল মামুন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনছার আলী, আড়ংঘাটা থানার প্রতিনিধি জাকির হোসেন, খানজাহান আলী থানার প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, ১৯৭১ সাল আমাদের স্মরনীয় বছর। আমাদের পাওয়ার আনন্দ যেমন রয়েছে পাশাপাশি হারানোর বেদনাও  রয়েছে। বাঙালির জয় নিশ্চিত বুঝতে পেরে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাংলার সূর্য সন্তানদের নিশংসভাবে হত্যা করে এ দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়  তারই ধারাবাহিকতায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের  ইতিহাস ও বুদ্ধিজীবী দিবস এবং স্বাধীনতা সম্পর্কে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।

আজকের খুলনা
আজকের খুলনা