• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪২ তম জন্মজয়ন্তী উদযাপিত

আজকের খুলনা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক এর ১৪২ তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলি'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা তম্বী দাশ, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান, প্রভাষক আবু সাবাহ, সোমা রায়, কুসুম কলি সরকার।

প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্তোষ কুমার সরদার, ইলিয়াস হোসেন, অনিতা রাণী মন্ডল, জিন্নাতুন্নেছা পান্না, প্রজিত রায়, বিকাসিন্দু সরকার, অ্যাডভোকেট শারমিন আক্তার আখি, অসিম রায়, কবরী সরকার, মাহফুজা সুলতানা, পঞ্চানন সরকার, নাজমা কামাল, মাসুমা বেগম, মোনালিসা ও সুলতানা রহমান হেনা।

অনুষ্ঠানে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার ক্ষুদে সদস্যরা কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করে। উল্লেখ্য সু—সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯২৬ সালে কিডনী রোগে আক্রান্ত হয়ে ২০ মে ৪৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কাজী ইমদাদুল হককে কলকাতার গোবরা কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা