• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ

আজকের খুলনা

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

২০ জুলাই  আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় জেলার ১৪০ জন ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ শিবিরে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন ও জেলা কমান্ড্যান্ট (অঃদা) খুলনা মোঃ সেলিমুজ্জামান, উপপরিচালক ৩, আনসার ব্যাটালিয়ন চন্দন দেবনাথ, সহকারি জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ।

অতিথি বক্তা ডিআইজি বলেন,আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি বাহিনী একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গঠনে তৃণমূল পর্যায়ে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের জননিরাপত্তায়,স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে নিরলসভাবে কাজ করতে হবে। আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। 

আজকের খুলনা
আজকের খুলনা