• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় প্রবাসীর মা ও স্ত্রী সন্তানকে মারপিট করার অভিযোগ

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ জুন ২০২৩  

রূপসায় প্রবাসীর মা ও স্ত্রী-সন্তানকে দফায় দফায় মারপিট করা হয়েছে। এ সময় স্বর্ণের চেইন ও নগদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ইলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসীর স্ত্রী নাজমা (৩৫) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানা পুলিশ মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী আবদুস সামাদ শেখ এর মা মরিয়ম ও স্ত্রী নাজমা দুই সন্তান নিয়ে ইলাইপুর বসবাস করছে। ১৮ জুন সকালে নাজমার বাড়ির কেয়ারটেকার বিল্লালের নিকট ইলাইপুর মোড়ের মুদি দোকানদার মাওলানা জসিম উদ্দীন তার পাওনা দোকান বাকীর টাকা নিতে আসে। দেনা-পাওনা নিয়ে কথা বলার মধ্যে একই এলাকার মৃত জব্বার শেখ এর ছেলে আবদুর রহমান সেখানে এসে বিল্লালকে চড়-থাপ্পড় মারতে থাকে। নাজমা এর প্রতিবাদ করলে তাকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে চলে যায়। এঘটনার পর আবদুর রহমান ও মোজাফ্ফারের স্ত্রী এসে নাজমা ও তার শাশুড়ি মরিয়ম ও স্কুল পড়ুয়া মেয়ে নিপুনকে (১৩) মারপিট করে চলে যায়। এদিকে ওই আবদুর রহমান ও দোকানদার মাওলানা জসিম উদ্দীন স্থানীয় মেম্বরের নিকট বিল্লালকে ধরে নিয়ে পাওনা টাকা আদায় করে নেয়। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রহমান ও জসিম উদ্দীনের নেতৃত্বে ৭/৮ জন নারী-পুরুষ সঙ্গবদ্ধ হয়ে আবারো নাজমার ঘরে প্রবেশ করে তাদের তিনজনকে বেধড়ক মারপিট করে। পরে প্রতিবেশীদের সহযোগীতায় নাজমাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি নাজমা জানায় ওই রহমান গং দীর্ঘ দিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা আদায় করেছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে তিনি মামলা করবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন বলেন, মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতালে খোজ-খবর ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে নিয়মিত মামলা গ্রহণসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা