• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মিছিল

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

কপিলমুনি ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ইউএলএও) জাকির হোসেনের বিরুদ্ধে দূর্নীতি-অনিয়মের প্রতিবাদ ও আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহারের দাবিতে সোমবার (৯ডিসেম্বর) কপিলমুনিতে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে সাড়ে ৪ টায় অনুষ্ঠিত মিছিলটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাজার চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হয়। মিছিলে বিভিন্ন সময় তার শিকার ভূক্তভোগীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন,নিরাপদ সড়ক চাই দক্ষিনাঞ্চল কপিলমুনি শাখার সভাপতি ও সাংবাদিক এইএম শফিউল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জিএমআব্দুর রাজ্জাক রাজু,হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন দয়াল প্রমূখ।

এসময় বক্তারা তার বিরুদ্ধে দাখিলা প্রদানে অতিরিক্ত ঘুষ আদায়,সরকারী জমি দখলে সহযোগিতা ও সর্বশেষ কপিলমুনি হাট-বাজার ইজারা প্রদানে অতিরিক্ত টাকা গ্রহন করে ফের অন্যত্র হাট ইজারার অভিযোগসহ নানাবিধ দূর্নীতি-অনিয়মের অভিযোগ তুলে আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে কপিলমুনি থেকে প্রত্যাহারে সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কপিলমুনিবাসীকে সাথে নিয়ে আগামীতে আরো কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে জানানো হয়।

আজকের খুলনা
আজকের খুলনা