• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় আড়াই’শ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আজকের খুলনা

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

 

পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ১০ প্রতিষ্ঠানের আড়াই’শ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার সকালে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফসিয়ার রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, বৃত্তি প্রদান অনুষ্ঠানের আহবায়ক প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদার। বিশেষ অতিথি ছিলেন, মরহুম ফসিয়ার রহমানের পিতা আলহাজ্ব রইচ উদ্দীন মিস্ত্রী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, হায়দার আলী পাড়, গোলাম কিবরিয়া রিপন, আওয়ামী লীগনেতা শেখ মোহাম্মদ আলী, আনোয়ার ইকবাল মন্টু, নির্মল অধিকারী, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব, সুব্রত কুমার রায়, আব্দুর রশিদ গাজী, এ্যাডঃ হুমায়ূন কাদির, বিশ্বজিৎ সরকার, শিক্ষার্থী আইরিন সুলতানা পলি, প্রত্যাশা ব্যানার্জী, ফিরোজ, জান্নাতুল ফেরদৌস তিশা, আরজু সুলতানা ও ফারিহা।
 

আজকের খুলনা
আজকের খুলনা