• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

টাঙ্গাইলে প্রতিবন্ধী দিবস পালিত

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

“অভিগম্য আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ২৮তম প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও জেলা সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান মিঞা, সিভিল সার্জন ডা: মো. শরীফ হোসেন খান, জেলা সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আনিছুর রহমান প্রমুখ। আলোচনা শেষে ৪৫ জন অসহায় প্রতিবন্ধীদের জন প্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

আজকের খুলনা
আজকের খুলনা