• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মুক্তিযোদ্ধার নাতনিকে পুড়িয়ে হত্যার বিচার চেয়ে মানববন্ধন

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৯  

নরসিংদীর হাজিপুরে এক মুক্তিযোদ্ধার নাতনিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়েছে। হত‌্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়ে এ মানববন্ধন করে গণ অধিকার বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে গৃহবধূ জান্নাতির হত্যাকারীদের জামিন বাতিল ও দ্রুত বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বলা হয়, জান্নাতিকে আগুন দেয় তার স্বামী, শাশুড়ি, শ্বশুর ও ননদ। ৪০ দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে গত ৩০ মে রাতে জান্নাতি মারা যায়। হত্যাকারীরা আদালত থেকে জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

মুক্তিযোদ্ধা সমন্বয় কমান্ড কাউন্সিলর চেয়ারম্যান সৈয়দ আফতাবুল আলম লাই বলেন, ‘জান্নাতি মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খানের নাতনি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত ফেনীর নুসরাত হত্যার বিচারকাজ শেষ হয়েছে। আমরা প্রত্যাশা করি, জান্নাতি হত্যার বিচারও দ্রুত শেষ হবে।’ বক্তারা বলেন, জান্নাতির স্বামী ছব্বির আহম্মেদ শিপলু একজন মাদক ব্যবসায়ী। স্বামীকে মাদক ব‌্যবসার কাজে সহযোগিতা না করার জন‌্য ও যৌতুকের দাবিতে গত ২১ এপ্রিল তার শরীরে আগুন দেয়।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান (রেজা), দুস্থ নারী কল্যাণ উদ্যোগতা সনিয়া খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সভাপতি সৈয়দ নাসিম সিরাজ রুদ্র, সাধারণ সম্পাদক হিমাংস বিশ্বাস প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা