• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আদালতের নির্দেশ অমান্য করে বেতারের ৩২ কর্মচারীকে চাকরিচ্যুত

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯  

চাকরি স্থায়ীকরণের দাবিতে উচ্চ আদালতে মামলা করেছিলেন রাজশাহী ও রংপুর বেতারের ৩২ জন কর্মচারী। আদালতের নির্দেশ ছিল, অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। সেই নির্দেশ উপেক্ষা করে ৩২ জনকে অপসারণ করেছে রাজশাহী ও রংপুর বেতার। এর মধ্যে রাজশাহী বেতার কেন্দ্রের রয়েছেন ২৫ জন এবং সাতজন রংপুর বেতার কেন্দ্রের।

 

অপরদিকে একই পদে গোপনে রাজশাহী বেতার কেন্দ্রে নয়জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ চাকরি হারানো কর্মচারীরা।

ভুক্তভোগীদের অভিযোগ, নতুন নিয়োগের ক্ষেত্রে অর্থের লেনদেনের পাশাপাশি করা হয়েছে স্বজনপ্রীতি ও অনিয়ম। অথচ আদালতের নির্দেশ রয়েছে তারা যে অবস্থায় আছেন, আপাতত সেই অবস্থায় থাকবেন। কিন্তু সেই নির্দেশ মানা হয়নি।

মামলা সূত্রে জানা যায়, রাজশাহী ও রংপুর বেতার কেন্দ্রে অস্থায়ী কর্মচারী (অনিয়মিত শিল্পী) হিসেবে চাকরি করছেন প্রায় ১০০ জন। এর মধ্যে রাজশাহী ও রংপুরের কর্মরত ৩২ জন গত বছরের ৫ সেপ্টেম্বর চাকরি স্থায়ীকরণের দাবিতে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে উচ্চ আদালত ওই ৩২ জনকে আপাতত যে অবস্থায় আছেন, সেই অবস্থায় রাখার নির্দেশ দেন।

আদালতের ওই নির্দেশ রাজশাহী বেতারসহ বাংলাদেশ বেতারের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। কিন্তু দাপ্তরিক কারণ দেখিয়ে ৩২ জনকে গত বছরের ৮ নভেম্বর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান পরিচালকের স্বাক্ষরে চাকরি থেকে ছাঁটাই করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা মতে রাজশাহী ও রংপুর বিভাগের উপ-আঞ্চলিক পরিচালকরা ৩২ জন অস্থায়ী কর্মচারীকে চাকরি থেকে ছাঁটাই করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বেতারের বার্তা বিভাগের উপ-আঞ্চলিক পরিচালক উম্মে কুলসুম বলেন, ‘কিভাবে নতুনদের নিয়োগ হয়েছে বলতে পারব না। এ নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নাই।’

 

অনুষ্ঠান বিভাগের উপ-আঞ্চলিক পরিচালক হাসান তারেক বলেন, অনুষ্ঠান বিভাগে মোট পাঁচজনের অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন ঢাকায় আবেদন পাঠিয়েছিলেন। আর দুইজন ঢাকা থেকে নিয়োগ নিয়ে এসেছেন। তারা শুধু যোগদান করিয়েছেন নতুন নিয়োগ প্রাপ্তদের। আগের অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ প্রসঙ্গে কিছু বলতে পারবো না। মহাপরিচালকের দপ্তর ভালো বলতে পারবেন।

আজকের খুলনা
আজকের খুলনা