• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

আগামী জুলাই মাসে ২০২০ টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আমন্ত্রণে প্রধানমন্ত্রী জাপান যাবেন।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আইওসির আমন্ত্রণ পৌঁছে দেন তাকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘আইওসির আয়োজক কমিটির আমন্ত্রণ এটা। আজ মাননীয় প্রধানমন্ত্রী জাপানে যাওয়ার বিষয়টা নিশ্চিত করেছেন। এটা একটা রাষ্ট্রীয় সফর। তিনি সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।’

আগামী ১-১০ এপ্রিল হবে বাংলাদেশ গেমস। এই গেমস নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বিওএ মহাসচিব, ‘বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া এসএ গেমসের সাফল্যেও জন্যও বিওএকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে সাফল্যের ধারাবাহিকতা যাতে ধরে রাখতে পারি সেই পরামর্শ দিয়েছেন।’

এবারের বাংলাদেশ গেমসের জন্য সরকারের কাছে ৩৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট দিয়েছে বিওএ।

আজকের খুলনা
আজকের খুলনা