• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

স্লিম দেখাতে ছেলেরা কী পরবেন?

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

পোশাক একজন মানুষকে আকর্ষণীয় করে তোলার পাশাপাশি তার ব্যক্তিত্বকেও প্রকাশ করে। তবে পোশাকটি দেখতে সুন্দর হলেই যে সেটি পরলে আপনাকে সুন্দর দেখাবে তেমন না-ও হতে পারে। একই পোশাকে একজনকে অনেক ভালো দেখাতে পারে আবার অপর আরেকজনকে নাও মানাতে পারে। এজন্য শরীরের গড়নের দিকে খেয়াল রেখে পোশাক পরতে হয়। 
 

চলুন জেনে নেয়া যাক মোটা না লাগার জন্য ছেলেরা কেমন পোশাক পরবেন-

১. ফ্রি সাইজের পোশাক নয় : অনেকেই ভাবেন মোটা মানেই ঢোলা পোশাক পরা। এটা কিন্তু একদম ভুল ধারণা। একটু কষ্ট করে নিজের সাইজের পোশাক খুঁজে বের করুন। প্রয়োজনে রেডিমেড পোশাক না কিনে পোশাক বানিয়ে পরুন।

২. প্যান্টের ফিটিংয়ের ব্যাপারে খেয়াল রাখুন। ঢোলা প্যান্টে থাই কিন্তু আরো মোটা দেখাবে। প্রয়োজনে দর্জির কাছ থেকে ঠিক করে নিন।

৩. পোশাকের ক্ষেত্রে একটু গাঢ় রং বেছে নিন। শার্ট বা টি-শার্ট যেটাই পরবেন না কেন, তা যেন গাঢ় রঙের হয় এবং অবশ্যই যেন আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই হয়। স্ট্রাইপ শার্ট পরতে চাইলে লম্বালম্বি স্ট্রাইপের শার্ট বেছে নিন। চেকের ক্ষেত্রে ছোট চেকের শার্ট পরুন।

৪. খুব মোটা বা চওড়া কলারের পোশাক পরবেন না। এতে ঘাড় ছোট দেখায়, ফলে আরো মোটা দেখাবে। শার্টের সবচেয়ে উপরের বোতাম কখনোই লাগাবেন না। এতেও ঘাড় ছোট দেখায়।

৫. যদি ভুঁড়ি থাকে তাহলে শার্ট একটু ঢিলাভাবে ইন করুন। বিশেষ করে পেটের জায়গাটা এমনভাবে শার্ট ইন করুন যাতে বাড়তি পেট কম বোঝা যায়।

৬. চওড়া বেল্ট ব্যবহার করবেন না। মাঝারি আকারের বেল্ট ব্যবহার করুন। বেল্টে যেন ভারী কাজ না থাকে। 

৭. টাই খুব বেশি চওড়া এবং রঙচঙে পরবেন না। এতে নজর পেটের দিকে পড়ে যায় এবং বেশি মোটা দেখায়।

৮. হাফহাতা শার্ট পরতে চাইলে খুব বেশি ফিটিং শার্ট না পরাই ভালো। এক্ষেত্রে হাওয়াই শার্ট পরতে পারেন।

৯. স্ট্রেইট কাটের জিনস পরুন। ন্যারো কাটের প্যান্ট ভুলেও পরবেন না। ফর্মাল প্যান্টের ক্ষেত্রে গাঢ় রং বেছে নিন।

আজকের খুলনা
আজকের খুলনা