• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

তেলতেলে স্কিনের সঠিক যত্ন

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

তৈলাক্ত ত্বক সাধারনত স্বাভাবিক , শুষ্ক ও তৈলাক্ত প্রকৃতির হয়৷ আপনার যে তৈলাক্ত ত্বক তা বোঝবার জন্য আপনি টিস্যু পেপার ব্যবহার করতে পারেন৷ যদি দেখেন যে টিস্যুতে তেল আসছে তাহলে বুঝবেন যে আপনার তৈলাক্ত ত্বক৷ এই ধরনের ত্বকের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা যায় বিশেষ করে বর্ষাকালে৷ তাই এই সময়ে একটু বিশেষ যত্ন নিতে হবে আপনাদের সকলকেই৷ তাই তৈলাক্ত ত্বকের জন্য রইল কিছু টিপস৷

দিনে অন্তত তিন থেকে চার বার মুখের বাইরেটা ভালো করে ধুয়ে নেবেন৷ এতে আপনার ত্বকের বাড়তি তেল সহজেই ওঠে আসবে৷

• বেসন,লেবু,টক দই ও মধুর প্যাক ব্যবহার করুন৷ যা তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী৷

কম্মিনেশন ত্বক:
যাদের ত্বকে শুষ্ক এবং তৈলাক্ত দুই ধরনেরই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাদের ত্বকের ধরনকেই কম্মিনেশন ত্বক বলে৷ এই ধরনের ত্বকের একটু বিশেষ ধরনের যত্নের প্রয়োজন হয়৷ কিছু বিশেষ টিপস রইল আপনাদের জন্য৷

• এই ধরনের ত্বকের যত্নের জন্য প্রথমেই দরকার প্রচুর পরিমাণে জল খাত্তয়া৷ দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস জল খাবেন৷ যদি এটা করতে পারেন তাহলে দেখবেন দু-তিন মাসের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নিজের ত্বকের মধ্যে৷

• দিনে অন্তত ২ থেকে ৩ বার অ্যান্টি ব্যাকটিরিয়াল ফেসওয়াস দিয়ে মুখ ধোবেন৷

• ফেসওয়াস দিয়ে ধোঁয়ার পর টাওয়াল দিয়ে ঘষে ঘষে তুলবেন না কখনও এতে ত্বকের উজ্জ্বল্য নষ্ট হয়ে যায় এবং ত্বক আরও শুষ্ক হয়ে যায়৷

• প্রতিদিন ত্বক ময়শ্চারাইজ করবেন৷ এতে ত্বক ভালো থাকবে৷

• সপ্তাহে দুদিন ত্বকে ক্রাব করাবেন৷

• ফেস-প্যাক তৈরি করবেন ত্বকের অবস্থার ওপর নির্ভর করে৷

• ত্বক ভালো রাখতে যতটা পারবেন ঘরোয়া প্যাক ব্যবহার করবেন৷ কেমিক্যাল প্রডাক্ট এড়িয়ে চলাই ভালো৷

আজকের খুলনা
আজকের খুলনা