• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

ত্বকের রোদে পোড়া দাগ দূর করে চা পাতা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

ব্যবহৃত টি ব্যাগ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন রূপচর্চায়। এটি যেমন ত্বকের যত্নে অনন্য, তেমনি সুন্দর চুল পেতেও চায়ের লিকার বেশ কার্যকর। জেনে নিন কীভাবে রূপচর্চায় চা পাতা ব্যবহার করবেন।
 

>চা পাতায় রয়েছে ক্যাফেইন যা ডার্ক সার্কল দূর করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ট্যানিন চোখের ফোলা ভাব দূর করে। টি ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে ১০ রেখে দিন। নিয়মিত ব্যবহারে কমে যাবে ডার্ক সার্কেল।

>ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে চায়ের লিকার অতুলনীয়। কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বকে চেপে নিন বারকয়েক। এভাবে নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে রোদে পোড়া দাগ কমে যাবে।

>টোনার হিসেবে চমৎকার কাজ করে চায়ের লিকার। এটি তৈলাক্ত ভাব দূর করে ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। চায়ের লিকারে লেবুর রস মিশিয়ে ত্বকে ছিটিয়ে নিন।

>টি-ব্যাগ ফেলে না দিয়ে সেগুলো স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন। ব্যবহার করা টি-ব্যাগ শুকিয়ে স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন। চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ করবে।

>গ্রিন টি ঠোঁট ফাটা দূর করে। একটা গ্রিন টি ব্যাগ নিয়ে কুসুম গরম পানিতে ডুবিয়ে ঠোঁটে চেপে চেপে লাগান। ঠোঁটের শুষ্ক ভাব দূর হবে ও ঠোঁট আর্দ্রতা ফিরে পাবে।  

>শ্যাম্পু শেষে চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।

আজকের খুলনা
আজকের খুলনা