• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

হেয়ার ড্রায়ার কখনোই ব্যবহার করবেন না

আজকের খুলনা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯  

ভ্রমণ করতে গেলে মোটামুটি ভালো মানের হোটেলে উঠলে তার বাথরুমে হেয়ার ড্রায়ার দেখাই যায়। কিন্তু আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে হোটেলের হেয়ার ড্রায়ার থেকে দূরে থাকুন। হোটেলের আর যে কোনো জিনিসের তুলনায় হেয়ার ড্রায়ারটি বেশি নোংরা ও জীবাণুতে ভরপুর।

আপনার আগে হোটেলের ওই রুমে অন্য কেউ থেকে গেছে। তারা ওই রুম ব্যবহার করার পর জীবাণু রেখে গেছে। হোটেল কর্তৃপক্ষ আরও অনেক কিছু পরিষ্কার করলেও হেয়ার ড্রায়ারটি পরিষ্কার করেন না। এ কারণে ড্রায়ারটি রয়ে যায় নোংরা।  হাউজকিপিং কর্মীরা তা প্রতিবার পরিষ্কার করে না, এমনকি কয়েক সপ্তাহ, মাস বা বছর চলে যেতে পারে তা পরিষ্কার করার আগে।

আপনি যদি ভেবে থাকেন যে, বেশি দামের লাক্সারি স্যুটে রাত কাটালে এ সমস্যা হবে না, তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ, কারণ রুমের দাম যতই বেশি হোক না কেন, হেয়ার ড্রায়ারটি ময়লা হতে পারে সেখানেও। তাহলে কী করবেন? হেয়ার ড্রায়ারটি ব্যবহার না করাই ভালো। আপনার খুব দরকার হলে নিজস্ব ছোট আকারের একটি হেয়ার ড্রায়ার নিয়ে যেতে পারেন লাগেজে করে। এ ছাড়া হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ড্রায়ারটি মুছেও ব্যবহার করতে পারেন।

আজকের খুলনা
আজকের খুলনা