• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

৭ ধাপে লোকসভা নির্বাচন, শুরু ১১ এপ্রিল

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের সময়সূচি প্রকাশ করল দেশটির নির্বাচন কমিশন। এবার মোট ৭ দফায় লোকসভা নির্বাচন হবে। ১১ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ পর্ব। ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৩ মে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। টাইমস অব ইন্ডিয়া।

রবিবার লোকসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন। বিকেল ৫টায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

সাত দফার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১১ এপ্রিল ভোট হবে ২২টি রাজ্যের মোট ৯১ টি আসনে। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম দফা, ১২ মে ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে।

 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সপ্তদশ লোকসভা নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আজ থেকেই চালু হচ্ছে আচরণবিধি। এবারের নির্বাচনে ভোট দেবেন প্রায় ৯০ কোটি ভোটার। এই লোকসভা নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি।

সুষ্ঠু ভাবে ভোট পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, জানাল কমিশন। ইভিএমে প্রার্থীর ছবি থাকবে।

তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এ নির্বাচন হবে ঐতিহাসিক।’

আজকের খুলনা
আজকের খুলনা