• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

আইসিজিতে আজ সাফাই তুলে ধরবে মিয়ানমার

আজকের খুলনা

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলার দ্বিতীয় দিনের শুনানি আজ।

নেদারল্যান্ডসে দ্য হেগের পিস প্যালেসে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে শুনানি। আদালতে আজ নিজেদের সাফাই তুলে ধরবে মিয়ানমার। বৃহস্পতিবার দিনব্যাপী পালাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন করবে গাম্বিয়া ও মিয়ানমার।  

এদিকে, চূড়ান্ত রায়ের আগে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে আদালত। ২০১৭ সালের ২৫শে আগস্ট রাখাইনে পুলিশের চৌকিতে কথিত হামলার পর রোহিঙ্গা গ্রামে সেনা অভিযান শুরু করে মিয়ানমার। দুই সপ্তাহের ওই অভিযানে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি জাতিসংঘের।

এদিকে, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চিকে গণহত্যাসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সব অপরাধ স্বীকার করার আহ্বান জানিয়েছেন সাত নোবেলজয়ী।
সু চি মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নেয়ায় উদ্বেগও প্রকাশ করেছেন তারা। মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় গাম্বিয়ার প্রশংসা করে সু চিকে রোহিঙ্গাদের প্রতি ব্যক্তিগত ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

সাত নোবেলজয়ী হলেন: শিরিন এবাদি, লেমাহ গোবোই, তাওয়াককুল কারমান, মারিদ মাগুইর, রিগোবার্তা মেনচু তুম, জোদি উইলিয়ামস এবং কৈলাস সত্যার্থী।

আজকের খুলনা
আজকের খুলনা