• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

শ্রীলঙ্কায় ১০ দিন আগেই জঙ্গি হামলার সতর্কতা জারি!

আজকের খুলনা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯  

শ্রীলঙ্কার ৬টি চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ হামলার ১০ দিন আগেই কলম্বোয় জঙ্গি হামলার সতর্কতা জারি করেছিলো শ্রীলংকান পুলিশ। এএফপির হাতে আসা ওই সতর্কতায় বলা হয়, দেশের বিখ্যাত গির্জায় আত্মঘাতি হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে।

 

এ হামলায় কমপক্ষে ১৫৮ জন নিহত হওয়ার খবর জানা গেছে। হামলায় আহত হয়েছে আরো তিন শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই সতর্কতায় আরও বলা হয়, ‘একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ন্যাশনাল তাওহিদ জামাত(এনটিজে) কলম্বোর ভারতীয় হাই-কমিশন ও বিখ্যাত গির্জায় আত্মঘাতি হামলা চালাতে পারে।’

ন্যাশনাল তাওহিদ জামাত এর আগে শ্রীলঙ্কায় বৌদ্ধমূর্তি ধ্বংস করার ঘটনায় আলোচনায় এসেছিলো। সতর্কতাটি ১১ এপ্রিল জারি করা হয়েছিলো বলে জানিয়েছেন শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা।

রবিবারের হামলাটি কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় চালানো হয়। এছাড়া দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারি তিনটি হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট এন্থনি চার্চ ও কাতুয়াপিটিয়ার সেন্ট সেবাস্থিয়ান চার্চে ঘটে।

আজকের খুলনা
আজকের খুলনা