• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আফিমখোর টিয়ার অত্যাচারে বিপাকে চাষিরা

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

পাকা ধানের শীষ থেকে শুরু করে পাকা মরিচও কেটে নিয়ে যায় টিয়া পাখির ঝাঁক। ঝাঁক বেঁধে টিয়ারা উৎপাত শুরু করলে বিপাকে পড়ে যান চাষিরা। এবার  ভারতের মধ্যপ্রদেশের চাষিরা আফিম নিয়ে বিপাকে পড়েছেন।

অন্য বছর আফিম চাষ করে বিপাকে না পড়লেও, এবার তারা বিপাকে পড়েছেন টিয়ার কারণে। আফিম চাষিরা বলছেন, ঝাঁকে ঝাঁকে টিয়াপাখি গিয়ে কেটে নিয়ে যাচ্ছে আফিমের ফুল। যে পাখি একবার আফিমের স্বাদ পেয়েছে, নেশায় বুঁদ হয়ে সেই পাখিরা বার বার আফিম খেতে যাচ্ছে!

আফিমের জমি থেকে টিয়া তাড়াতে উচ্চস্বরে শব্দ করা হচ্ছে। কিন্তু তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না। কাকতাড়ুয়া বা টিনের বাজনাও কাজে দিচ্ছে না। ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের।

এ ঘটনায় ব্যাপক দুঃশ্চিন্তায় পড়েছে মধ্যপ্রদেশের কৃষকরা। রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। স্থানীয় আফিম চাষিরা জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েও পাওয়া যাচ্ছে না। ফলে টিয়ার দৌরাত্ম্যে চলতি মওসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন তারা।

আজকের খুলনা
আজকের খুলনা