• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পঞ্চগড়ে মিলল বিরল প্রজাতির দুই খরগোশ

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯  

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাখি শিকার করার সময় ২৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিরল প্রজাতির দুটি খোরগোশ পাওয়া যায়।

রোববার বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক ব্রিজের কাছে পীরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক দু’জন বাদে প্রত্যেককে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম এই দণ্ডাদেশ দেন।

স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে তারা পুলিশের সহযোগিতায় ওই পাখি শিকারি দলটিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিরল প্রজাতির দুটি খরগোশ উদ্ধার করা হয়।

পঞ্চগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রহুল আমিন বলেন, ওই শিকারি দলটি রংপুর থেকে পিকআপে করে তেঁতুলিয়ায় পাখি শিকারে আসে। স্থানীয়রা খবর দিলে পুলিশের সহযোগিতায় আমরা তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করি। এ সময় তাদের কাছ থেকে দুটি বিরল প্রজাতির খরগোশ উদ্ধার করা হয়। এই ধরণের খরগোশ খুব একটা দেখা যায় না। খরগোশ দুটি সুস্থ করে বন এলাকাতেই ছেড়ে দেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা