• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের খুলনা

রহস্যে ঘেরা অভিশপ্ত এক শহর

আজকের খুলনা

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

জাপানের তাইওয়ানের ওয়ানি শহরে পা রাখলেই মিলবে ভূতেদের একটি আস্ত শহর! ১৯৭০ সাল থেকে যে শহরটি পড়ে রয়েছে। ভয়ে কেউ পা রাখেন না সেখানে।

সম্প্রতি, একটি ভিডিও প্রকাশ পেয়েছে ওই শহরের। সেখানে দেখা যাচ্ছে, বেশির ভাগ বাড়িই ইউএফও আকারের। অনেকটা ডিমের শেপ বা ফ্লাইং সশারের মতো। আর নয়তো চৌকো বা বক্সের মতো। যাকে গথিক শিল্পের ভাষায় বলে ভেঞ্চুরাস। 

এই বাড়িগুলো নাকি বানিয়েছিলেন আর্কিটেকচার মাত্তি সুরোনেন। কিন্তু কেউ জানে না আজও এই আর্কিটেকচার কোথা থেকে এসেছিলেন কিংবা কবে বানিয়েছিলেন এই ধরনের বাড়ি। বাড়ির বানানোর প্ল্যানও নাকি স্যাংশান অনুমোদন হয়নি।

এই শহরের একটা ঘরে, শহরের আনাচেকানাচে কোথাও মানুষের দেখা পাবেন না! কেমন যেন সারাক্ষণ ছমছমে পরিবেশ। কেনই বা সাতের দশক থেকে খালি পড়ে আছে শহর! তাও কেউ জানে না। অনেকের ধারণা, বাড়িগুলোর দাম অনেক। কারণ, একদম নতুন মডেলের এই বাড়িগুলো তৈরি করতে তখনকার সময়েই নাকি প্রচুর টাকা খরচ হয়েছিল। তাই হয়ত লোকে কিনতে পারেনি। 

তবে শহরের বাইরের আশপাশের মানুষদের মতে, এই ধরনের অদ্ভূত শেপের বাড়িগুলো নাকি আদতে হানা বাড়ি! এই শহর তৈরির সময় নাকি একাধিক অলৈকিক ঘটনা, দুর্ঘটনা, আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। তাই থেকেই শহরটি অভিশপ্ত!

আজকের খুলনা
আজকের খুলনা